
বিএনপিপন্থী কৃষিবিদদের সংগঠন এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব-AAB)-এর ৬ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে শেকৃবির সাবেক ভিপি ও এ্যাব এর সাবেক ট্রেজারার কৃষিবিদ ড. কামরুজ্জামান কায়সারকে আহ্বায়ক এবং জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম-সম্পাদক কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লবকে সদস্য সচিব করা হয়েছে।
শনিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই কমিটি দেওয়া হয়। আগামী ২ সপ্তাহের মধ্যে ছয় সদস্যের এই কমিটি ৫১ সদস্যে উন্নীত করার নির্দেশ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।
এ ছাড়াও কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে বাকৃবির সাবেক ভিপি শাহাদত হোসেন চঞ্চল,শেকৃবির ট্রেজারার অধ্যাপক আবুল বাশার ,শেকৃবির উপ-রেজিষ্টার ড. শফিকুল ইসলাম শফিক এবং সদস্য (দপ্তরের দায়িত্বে) হিসেবে শেকৃবির কৃষি সম্প্রসারণ বিভাগের অধ্যাপক জমশেদ আলম মনোনীত হয়েছেন।










