শেকৃবিতে ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

“শান্তি ও অহিংসা”(Peace and Non-Violence) মূলমন্ত্রকে সামনে রেখে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) ক্যাম্পাসে শুরু হয়েছে ‘Triangular Regional Football Championship’।

বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে উদ্বোধনী ম্যাচের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন শেকৃবি’র উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ।

এই আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পাকিস্তানের পাঞ্জাব বিশ্ববিদ্যালয় এবং নেপালের নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) উদ্বোধনী দিনে বিকেল ৩টা ৩০ মিনিটে অনুষ্ঠিত প্রথম ম্যাচে স্বাগতিক শেকৃবি দল দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে নেপালকে ৭–০ গোলে পরাজিত করে টুর্নামেন্টের শুভ সূচনা করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেকৃবি’র উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রাশেদুল ইসলাম, জেড এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. জসিম উদ্দিন, হিউম্যানিস্ট মুভমেন্ট–এর অস্ট্রেলিয়া প্রতিনিধি ও নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. ডেকলার হুয়েগো, পাকিস্তানের পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. এরশাদ মোগল, সহযোগী অধ্যাপক ও পরিচালক (খেলাধুলা) ড. সাব্বির সরোয়ার, ফুটবল টিম ম্যানেজার সাজ্জাদ আকবর, রিসার্চ অ্যাসোসিয়েট জাভারিয়া শাফাক, এবং অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনের প্রতিনিধি ড. সারিনা পালিখা ও ড. সাবরিন সিরিসথা।

এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেকৃবি’র পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস পরিচালক অধ্যাপক ড. মো. ছরোয়ার হোসেন, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) প্রফেসর ড. মো. আশাবুল হক, প্রক্টর প্রফেসর ড. মো. আরফান আলী, শরীরিক শিক্ষা বিভাগের পরিচালক অধ্যাপক মো. নূর উদ্দীন মিয়া এবং বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ।