
সিআইপি সম্মাননা অর্জন করায় ডাক্তার মোস্তফা–হাজেরা ফাউন্ডেশনের তিন ভাইকে সোনাইমুড়ী উপজেলা দেওটি ইউনিয়নে (২৫ ডিসেম্বর) বৃহস্পতিবার রাত ৯টায়, গণসংবর্ধনা দেওয়া হয়।
সমাজসেবা, মানবকল্যাণ ও দাতব্য কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তাদের এই সম্মাননা প্রদান করায় দেওটিবাজার স্পটিং ক্লাব, বানিপুর ভিক্টোরিয়ান হেল্পিং ক্লাব সহ এলাকাবাসী ও শুভানুধ্যায়ীদের উদ্যোগে এই গনসংবর্ধনা অনুষ্ঠানটি আয়োজন করা হয় বলে জানা যায়।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, নোয়াখালী জেলার জনপ্রিয় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশন কে মানুষ এখন মনের ভিতর আঁকড়িয়ে ধরেছে। তাই এরই ধারাবাহিকতায় এম এইচ গ্লোবাল গ্রুপের কর্ণধার ক্যেপ্টেন গোলাম কিবরিয়া, গোলাম মর্তুজা, জহিরুল ইসলাম তাদের তিন ভাইকে সাম্প্রতিক সিআইপি (Commercially Important Person) সম্মাননায় ভূষিত করা হয়। বক্তারা আরো বলেন, ফাউন্ডেশনে প্রধান উপদেষ্টা এম এইচ গ্লোবাল গ্রুপের চেয়ারম্যান কেপ্টেন গোলাম কিবরিয়া অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে গ্লোবাল উমেনটেরিয়ান অ্যাওয়ার্ড অর্জন করায়, আমরা অনেক আনন্দিত এবং গর্বিত।
এসময় উক্ত অনুষ্ঠানে জেলা উপজেলার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সামাজিক সংগঠনের প্রতিনিধি, শুভানুধ্যায়ী ও ফাউন্ডেশনের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ প্রান্তে সম্মাননা ব্যক্তিদের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়। শেষাংশে কৃতজ্ঞতা প্রকাশ করে তাঁরা দেশ ও মানুষের কল্যাণে আরও নিবেদিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।









