বিএনপিই একমাত্র বাংলাদেশের জনগণের শক্তি: মাহবুব উদ্দিন খোকন

সৈয়দ মোঃ শহিদুল ইসলাম

নোয়াখালী -১ (চাটখিল- সোনাইমুড়ী) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, বিএনপিই একমাত্র বাংলাদেশের জনগণের শক্তি, আগামী দিনে জাতির সেবক হিসেবে কাজ করবে বিএনপি, তাই তিনি উপস্থিত নেতাকর্মী সহ জনগনের উদ্দেশ্যে বলেন, আগামি এয়োদশ নির্বাচনে আপনারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে এবং আমাকে জয়যুক্ত করবেন, আমি যাতে আগামী দিনগুলোতে আপনাদের খেদমত করতে পারি।

শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ৭ টায় নোয়াখালী সোনাইমুড়ী উপজেলার জগজীবনপুর প্রাইমারি স্কুল মাঠে বেগম খালেদা জিয়া দোয়া মাহফিল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খোকন বলেন, বিএনপি দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করেছে, বিএনপি শহীদদের প্রত্যাশা অনুযায়ী একটি শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ। তাই আগামী ১২ ফেব্রুয়ারি সবাইকে স্বাধীনভাবে মুক্ত পরিবেশে ভোট দেওয়ার আহ্বান জানাই।

তিনি আরো বলেন, বিএনপিতে কোন ধরনের সন্ত্রাসী চাঁদাবাজের জায়গা হবে না, কেউ যদি দলের নাম বিক্রি করে চাঁদাবাজি সন্ত্রাসী করে আপনারা জনগণ সেটা প্রতিহত করবেন, আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে এমন ব্যবস্থা গড়ে তোলা হবে যা দেশের কোনো মানুষকে যেন দারিদ্র্যসীমার নিচে বসবাস করতে না হয়, তার জন্য একটি অর্থনৈতিক পরিকল্পনা সাজিয়েছে বিএনপি। নারীর ক্ষমতায়ন, আর্থিক সচ্ছলতা বৃদ্ধিতে অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, কৃষকদের দেওয়া হবে কৃষি কার্ড, স্বাস্থ্য কার্ডের মাধ্যমে জনগণ সরকারি ও বেসরকারি হাসপাতালে উন্নত চিকিৎসা পাবে।

অনুষ্ঠানের উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব কুতুব উদ্দিন সানি, উপজেলা বিএনপির আহবায়ক দিদার হোসেন, জহিরুল ইসলাম চৌধুরী, সাবেক সদস্য, নোয়াখালী জেলা বিএনপি, জেলা বিএনপির নেতা অ্যাডভোকেট শাকিল, বিশিষ্ট ব্যবসায়ী সাবেক ছাত্রনেতা এহসান মোল্লা, জগজীবনপুর গজারিয়া সাবেক বিএনপির সাধারণ সম্পাদক আঃ মাজেদ প্রমুখ।