হাসিনা আমাদের বিপদে ফেলে চলে গেছে: মির্জা ফখরুল

শেখ হাসিনা চলে গিয়ে বিপদে ফেলে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীম।

তিনি বলেছেন, ‘হাসিনা চলে গিয়ে আমাদের বিপদে ফেলে গেছে, সে থাকলে অন্তত একটা গণতান্ত্রিক ব্যবস্থায় চলত।’

সোমবার (২৬ জানুয়ারি) ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী হিসেবে এক নির্বাচনী সভায় এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগের সমর্থকদের উদ্দেশ্যে বলেন, ‘আগে নৌকা আর ধানের শীষ ছিল। এবার নৌকা তো নাই। নৌকার যিনি কাণ্ডারি আমাদের সাবেক প্রধানমন্ত্রী হাসিনা, আপনাদের ফেলে ভারতে চলে গেছে। দিল্লিতে গিয়ে বসে আছে। আমাদেরকে বিপদে ফেলে চলে গেছে। থাকলে অন্তত একটা গণতান্ত্রিক ব্যবস্থা চলতো।’

তিনি বলেন, ‘জামায়াত বাংলাদেশকে বিশ্বাস করে না, স্বাধীনতাকে বিশ্বাস করে না, তাদেরকে ভোট দিয়ে সর্বনাশ করবো নাকি।’

তিনি আরও বলেন, ১৯৭১ সালকে সবসময় মাথায় উপরে রাখতে চাই, কারণ সেটাই আমাদের অস্তিত্ব।