
আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনে দুটি আসনের ব্যালট পেপারে জামায়াত মনোনীত প্রার্থীর জন্য ‘দাঁড়িপাল্লা’ প্রতীক না রাখার অনুরোধ জানিয়ে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গত ২৩ জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনার বরাবর এই চিঠি পাঠানো হয়।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, জাতীয় সংসদের ২০০ নম্বর আসন (নরসিংদী-২) ও ২৮৫ নম্বর আসনে (চট্টগ্রাম-৮) জামায়াতে ইসলামীর পক্ষ থেকে যথাক্রমে মো. আমজাদ হোসাইন ও মো. আবু নাসেরকে মনোনয়ন দেওয়া হয়েছিল। কিন্তু ১০ দলীয় নির্বাচনী ঐক্যের সমঝোতার পরিপ্রেক্ষিতে আসন দুটি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থীদের ছেড়ে দেওয়া হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, নরসিংদী-২ আসনটি জাতীয় নাগরিক পার্টির মনোনীত প্রার্থী গোলাম সরোয়ারকে এবং চট্টগ্রাম-৮ আসনটি মো. জোবাইরুল হাসান আরিফকে ছেড়ে দেওয়া হয়েছে। জামায়াত মনোনীত এই দুই প্রার্থী যথাসময়ে তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেননি।
এই প্রেক্ষাপটে আসন দুটির ব্যালট পেপারে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক না রাখার জন্য অনুরোধ জানিয়েছে দলটি। বিষয়টি বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য চিঠিতে সবিনয় অনুরোধ জানানো হয়েছে।







