শেখ হাসিনা যুগোপযোগী নেতৃত্ব উপহার দেবেন: বদিউজ্জামান সোহাগ
আগামী ২২ ও ২৩ অক্টোবর বাংলাদেশ আওয়ামীলীগের ২০ তম জাতীয় সন্মেলন। সন্মেলনের নানা দিক নিয়ে পলিটিক্সনিউজ২৪.কম এর সাথে কথা বলেন ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ।
২০ তম জাতীয় সন্মেলন আওয়ামীলীগের জন্য কেন গুরুত্বপূর্ণ, জানতে চাইলে তিনি বলেন, “বাংলাদেশ আওয়ামীলীগ বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দল। সন্মেলন একটি স্বাভাবিক প্রক্রিয়া। সন্মেলনের মধ্য দিয়ে দলে নবীন এবং প্রবীণের সংশ্রব ঘটবে, দলকে আরও সমৃদ্ধ ও বেগবান করবে”।
সন্মেলনে নবীন নেতৃত্বের মূল্যায়ন হবে বলে মনে করেন কিনা, জানতে চাইলে বদিউজ্জামান সোহাগ বলেন, “বর্তমান এই বিশ্বায়নের যুগে আওয়ামীলীগকে ভিশনারী সংগঠন হিসেবে এ পর্যায়ে নিয়ে এসেছেন বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনা। তারুণ্যের শক্তিকে দলে কিভাবে ব্যাবহার করবেন সেটা নিশ্চয়ই উনার চেয়ে ভালো কেউ জানেন না। নিশ্চয়ই উনি সেই বিষয়ে উনার সুচিন্তিত সিদ্ধান্ত গ্রহন করবেন, নবীন – প্রবীণের সমন্বয়ে যুগোপযোগী নেতৃত্ব উপহার দেবেন বলে আমরা বিশ্বাস করি”।