আওয়ামীলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমানের একান্ত সাক্ষাৎকার

আওয়ামীলীগের ২০ তম জাতীয় সন্মেলনে যুগ্ম সাধারণ সম্পাদক পদে নতুন যুক্ত হয়েছেন বিদায়ী কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ফরিদপুর-১(মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গা)  নির্বাচনী এলাকার সংসদ সদস্য আব্দুর রহমান।  ফরিদপুর জেলার মধুখালী উপজেলার  কামালদিয়া গ্রামে ১৯৫৪ সালে আব্দুর রহমানের জন্ম, শিক্ষাগত যোগ্যতা এম.এস.এস,এল.এল.বি। পলিটিক্সনিউজ২৪.কম এর সাথে নানা বিষয়ে  কথা বলেন নবনির্বাচিত কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান।

আওয়ামীলীগের নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান
আওয়ামীলীগের নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান

যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হওয়ার অনুভূতি কেমন জানতে চাইলে তিনি বলেন , “আমি প্রথমত বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞ ও দায়বদ্ধ হলাম আমার উপর আস্থা রেখে এই গুরুদায়িত্ব দেয়ার জন্য। ক্ষুধা- দারিদ্রমুক্ত, জঙ্গিবাদ-সন্ত্রাসবাদমুক্ত  ডিজিটাল বাংলাদেশ গঠনের কার্যক্রম এগিয়ে নেয়ার লক্ষে এই দায়িত্বশীল পদে থেকে কাজ করতে পারব বলে আমি আনন্দিত। সততা এবং নিষ্ঠার সাথে আমার উপর অর্পিত দায়িত্ব পালন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের রাষ্ট্র এবং ২০৪১ সালে উন্নত রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার গৃহীত কার্যক্রম এগিয়ে নেয়ার জন্য কাজ করে যাব”।

মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলার মানুষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে তিনি বলেন, “মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলার মানুষের প্রতি আমি কৃতজ্ঞ আমাকে ভোট দিয়ে বিজয়ী করে মানুষের সেবা করার সুযোগ দেয়ার জন্য। মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলার মানুষের  কাছ থেকে এতো ভালোবাসা পেয়েছি যা আমাকে তাদের কাছে চিরঋণী করে রেখেছে”।

দেশব্যাপী ছড়ায়ে থাকা আওয়ামীলীগের নেতাকর্মীদের প্রতি কিছু বলার আছে কিনা জানতে চাইলে আব্দুর রহমান বলেন, “প্রিয় নেত্রী শেখ হাসিনার স্বপ্নের ক্ষুধা- দারিদ্রমুক্ত, জঙ্গিবাদ-সন্ত্রাসবাদমুক্ত ডিজিটাল বাংলাদেশ গঠনের লক্ষ্যে , সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে আমাদের সকলকে নিজ নিজ অবস্থানে থেকে সততা এবং নিষ্ঠার মাধ্যমে কাজ করে যেতে হবে”।