বঙ্গবন্ধুর আদর্শে কাজ করার জন্য সবসময় নিজেকে প্রস্তুত রাখি: বাহাউদ্দিন নাছিম
আওয়ামী লীগের ২০ তম জাতীয় সম্মেলনের দুই দিনের মাথায় কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সম্পাদকমণ্ডলীর আংশিক নাম ঘোষণা করা হয়েছে। নতুন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মঙ্গলবার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন কমিটির আংশিক নাম ঘোষণা করেন। উক্ত কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হয়েছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ. ফ. ম বাহাউদ্দিন নাছিম।
দুর্দিনে দলে ইতিবাচক ভূমিকার কারণে বাহাউদ্দিন নাছিম দলের সর্বস্তরে গ্রহণযোগ্য। কর্মীবান্ধব নেতা বলে দলে তার বিশেষ সুনাম রয়েছে। বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ গঠনের মাধ্যমে তার মেধাবী নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতার পরিচয় পাওয়া যায়। আজ তাকে পুনরায় সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত করা হয়েছে। পলিটিক্সনিউজ২৪.কম এর প্রকাশক, কৃষিবিদ সালেহ মোহাম্মদ রশীদ অলক এর সাথে নানা বিষয়ে কথা বলেন পুনঃনির্বাচিত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আ. ফ. ম বাহাউদ্দিন নাছিম এমপি ।
সাংগঠনিক সম্পাদক পদে পুনঃনির্বাচিত হওয়ার অনুভূতি জানতে চাইলে তিনি বলেন “বঙ্গবন্ধুকন্যা জননেত্রী কৃষকরত্ন শেখ হাসিনাকে ধন্যবাদ আমাকে দলের সেবা করার সুযোগ দেয়ার জন্য। বাংলাদেশ আওয়ামীলীগ আমার প্রাণের সংগঠন। যেখানেই যে অবস্থায় আছি, বঙ্গবন্ধুর আদর্শে কাজ করার জন্য সবসময় নিজেকে প্রস্তুত রাখি। দলের জন্য নিজেকে সবসময় উজাড় করে দিয়েছি এবং সবসময় দলের জন্যই কাজ করে যাবো”।
সাংগঠনিক সম্পাদক পদে থেকে দলকে কিভাবে সেবা করবেন বলে ভাবছেন, জানতে চাইলে বাহাউদ্দিন নাছিম বলেন, “জীবনের প্রায় সবটুকু সময় দলকে দিয়েছি। সবসময় দলকে শক্তিশালী ও এগিয়ে নেয়ার জন্য কাজ করেছি। ২০১৯ সালের নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামীলীগকে সাংগঠনিক ভাবে আরও বেশি শক্তিশালী করার জন্য কাজ করে যাবো”।