যুব মহিলা লীগের নব-নির্বাচিত কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটি ঘোষণা

বাংলাদেশ যুব মহিলা লীগের নব-নির্বাচিত কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটি ঘোষণা

১১ মার্চ ২০১৭ শনিবার রাজধানী ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউটশন মিলনায়তনে বাংলাদেশ যুব মহিলা লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি।

সম্মেলন শেষে বাংলাদেশ যুব মহিলা লীগের নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটি, ঢাকা মহানগর উত্তর ও ঢাকা মহানগর দক্ষিণ-এর নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।

সম্মেলনে বাংলাদেশ যুব মহিলা লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি নাজমা আকতার এবং সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। দ্বিতীয় অধিবেশনে সভাপতি পদে একজন ও সাধারণ সম্পাদক পদে শুধু একজনের নামই প্রস্তাব করেন কাউন্সিলররা। উল্লেখ্য , পূর্বের কমিটিতেও তারা একই পদে ছিলেন ।

একইসাথে ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের নতুন কমিটিতে সভাপতি সাবিনা আক্তার তুহিন ও সাধারণ সম্পাদক তাহেরা খাতুন লুৎফা এবং ঢাকা মহানগর দক্ষিণ যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইয়াসমিন ঝুমা ও সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন নির্বাচিত হয়েছেন।

২০০২ সালে প্রতিষ্ঠিত এ সংগঠনটির প্রথম সম্মেলন হয় ২০০৪ সালের ৫ মার্চ।  প্রতিষ্ঠার পর থেকে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারবিরোধী আন্দোলনসহ বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সংগঠনের নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।