খালেদার জামিনে প্রমান হয়েছে মামলায় সরকারের হস্তক্ষেপ নেই: ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়ার জামিনের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে এতো হাই প্রোফাইল মামলা হওয়া স্বত্বেও আইন, আদালত এবং বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে। সরকার এবং আওয়ামী লীগের এতে কোন হস্তক্ষেপ নেই।
সোমবার সন্ধ্যায় আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে বেগম খালেদা জিয়ার জামিনের আদেশের প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
খালেদার জামিনে প্রমান হয়েছে মামলায় সরকারের হস্তক্ষেপ নেই: ওবায়দুল কাদের
কাদের আরো বলেন, আদালত বেগম খালেদা জিয়ার মামলা পরিচালনা করছেন। ১০ বছর মামলা পরিচালনার পর রায় দেয়া হয়েছে। এতে সরকারের কোন হস্তক্ষেপ নেই। শুধু এই মামলায় নয়। সরকার এ পর্যন্ত কোন প্রকারের মামললাতেই হস্তক্ষেপ করছে না, করেও নি। আওয়ামী লীগের পক্ষ থেকে তাই কোন ধরনের হস্তক্ষেপ করার প্রশ্নঈ আসে না। আজ যে মামলায় বেগম জিয়া কারাগারে সেটা আদালতের এখতিয়ার। এক্ষেত্রে কোন ধরনের কোন চাপ নেই। আদালত যেভাবে পরিচালনা করছেন মামলা সেভাবেই চলছে।
এছাড়া তিনি বলেন, নেপালে ইউএস বাংলার বিমান দুর্ঘটনা অত্যন্ত মর্মান্তিক। আমরা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক সবধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রনালয়ের অধিনে একটি মনিটরিং সেল খোলা হয়েছে। তারা খেয়াল রাখছেন।