স্ত্রী দীপাকে গ্রেপ্তারের পর মিলল আওয়ামী লীগ নেতা রথীশের বালু চাপা লাশ
রংপুরে নিখোঁজ আইনজীবী ও আওয়ামী লীগ নেতা রথীশ চন্দ্র ভৌমিকের লাশ উদ্ধার করেছে র্যাব। নিখোঁজের পাঁচদিন পর রংপুর কোতয়ালি থানার তাজহাট মোল্লাপাড়ায় নির্মাণাধীন একটি ভবন থেকে আইনজীবী রথীশ চন্দ্র ভৌমিকের লাশ উদ্ধার করা হয়।
রথীশের স্ত্রী দীপা ভৌমিক ও তার দুই সহকর্মীকে গ্রেপ্তারের একদিন পর মঙ্গলবার দিবাগত গভীর রাতে তার লাশ উদ্ধার করে র্যাব-১৩। রথীশের বাড়ির আধা কিলোমিটার দূরে তাজহাট মোল্লাপাড়া এলাকার নির্মাণাধীন একটি বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। সেখানে নিখোঁজের ভাই সাংবাদিক সুশান্ত ভৌমিক সুবল মরদেহটি শনাক্ত করেন। পরে গ্রেফতারকৃত রথীশের স্ত্রী দীপা ভৌমিকেও সেখানে নিয়ে যাওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন র্যাব-১৩ এর অধিনায়ক মেজর আরমিন রাব্বী। তিনি সাংবাদিকদের বলেন, রথীশের স্ত্রীর দেওয়া তথ্যের ভিত্তিতেই লাশটি উদ্ধার করা হয়েছে। হত্যার পর ওই বাড়িতে লাশটিকে মাটিচাপা দেওয়া হয়।
প্রসঙ্গত:নিহত আইনজীবি রথীশ রংপুর জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক ও জাপানি নাগরিক কুনিও হোশি এবং মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ও জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতির দায়িত্বেও ছিলেন তিনি।গত শুক্রবার সকাল ৬টার দিকে নগরীর বাবুপাড়া এলাকার বাড়ি থেকে বের হয়ে এক ব্যক্তির সঙ্গে মোটরসাইকেলে করে শহরের দিকে রওনা হয়েছিলেন রথীশ। এরপর থেকে তার সন্ধান ছিল না।