- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মেডিকেল বোর্ড যদি মনে করেন এদেশেই খালেদা জিয়ার চিকিৎসা করা সম্ভব তাহলে দেশেই চিকিৎসা করা হবে। আর যদি মেডিকেল বোর্ড মনে করেন দেশে চিকিৎসা হবে না তাহলে বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসা করা হবে।
তিনি আরো বলেন, `বিএনপি চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান দণ্ডিত। রাতের অন্ধকারে গঠনতন্ত্র থেকে ৭ ধারা বাতিল করে তারা প্রমাণ করছে বিএনপি আত্মস্বীকৃত দুর্নীতিবাজদের দল।’
রোববার (৬ মে) নোয়াখালীর কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলায় বিভিন্ন উন্নয়ন কাজ উদ্বোধন পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি আন্দোলনে জনগণের সাড়া না পেয়ে এখন বিদেশিদের কাছে ধরণা দিচ্ছে এবং নালিশ করছে।’
তিনি বলেন, ‘বিএনপি সংবিধান থেকে কলমের এক খোঁচায় গঠনতন্ত্রে পরিবর্তন এনেছে। বিএনপির তাদের দুর্নীতির জন্য চ্যাম্পিয়ন হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে যেকোনো দুর্নীতিবাজ নেতা ও মন্ত্রী হতে পারবেন। কারণ বিএনপির শীর্ষ থেকেই দুর্নীতির সঙ্গে জড়িত।’
তিনি আরও বলেন, ‘বিএনপির নেতারা খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে রাজনীতি শুরু করেছে। তার অবস্থার অবনতি হলে জেল কোড অনুযায়ী সরকারের সক্রিয় বিবেচনায় থাকবে। ইতোমধ্যে কারাগারে খালেদা জিয়ার সাথে দেখা করেছেন ঢাকা জেলা সিভিল সার্জন। মেডিকেল বোর্ড যদি মনে করেন এদেশেই খালেদা জিয়ার চিকিৎসা করা সম্ভব তাহলে দেশেই চিকিৎসা করা হবে। আর যদি মেডিকেল বোর্ড মনে করেন দেশে চিকিৎসা হবে না তাহলে বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসা করা হবে।’