ডেঙ্গু টেস্টিংয়ের কয়েক লাখ কিটস আনার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ বৃহস্পতিবার মিটফোর্ড হাসপাতালে এক সেমিনারে তিনি এ কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা ডেঙ্গু টেস্টিংয়ের কয়েক লাখ কিটস আনার ব্যবস্থা করেছি। আজ রাতের মধ্যে ১ লাখ কিটস আসবে। আগামীকাল বাকিগুলোও চলে আসবে।’
ডেঙ্গু নিয়ন্ত্রণের সিটি করপোরেশন,স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সব সরকারি সংস্থাগুলো কাজ করছে বলে জানান মন্ত্রী। এছাড়াও ঈদে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়তে পারে এমন আশঙ্কায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা কর্মচারীর ঈদের ছুটি বাতিল করা হয়েছে বলেও জানান তিনি।
এরপর মন্ত্রী মিডফোর্ট হাসপাতালের ১০০ শয্যার চারটি ডেঙ্গু ওয়ার্ড উদ্বোধন করে কয়েকজন রোগীর সঙ্গে কথা বলেন। এসময় সাংবাদিকরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করলেও তিনি এড়িয়ে চলে যান।
উল্লেখ্য, দেশে ভয়াবহ ডেঙ্গু পরিস্থিতির মধ্যেও মালয়েশিয়ায় ব্যক্তিগত সফরে গিয়ে ব্যাপক সমালোচিত হন স্বাস্থ্যমন্ত্রী। আগমী ৪ আগস্ট দেশে ফেরার কথা থাকলেও সফর সংক্ষিপ্ত করে বুধবার মধ্যরাতেই দেশে ফেরেন তিনি।