আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, জনগনের শক্তিই বড় শক্তি। জনগণকে সাথে নিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যাবো, উন্নত সম্বৃদ্ধ বাংলাদেশ গড়বো।
আজ ৫ অক্টোবর মঙ্গলবার বিকেলে জয়পুরহাটে শহীদ ডা. আবুল কাসেম ময়দানে স্বেচ্ছাসেবক লীগ জয়পুরহাট জেলার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাহাউদ্দিন নাছিম বলেন, লড়াই শেষ হয়নি। জয়পুরহাটের একসময়কার কুখ্যাত রাজাকার আলীম গং সহ অসংখ্য কুখ্যাত যুদ্ধাপরাধীকে খুনি জিয়া রাজনীতিতে প্রতিষ্ঠিত করেছিল, পতাকা তুলে দিয়েছিলো। তাদের দোসররা এখনো অপরাজনীতিতে ব্যস্ত। হিন্দু মুসলমানের মধ্যে এরা সুসম্পর্ক দেখতে চায়না। এরা বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি সহ্য করতে পারেনা। এরা বাংলাদেশকে জঙ্গীবাদী রাষ্ট্র বানাতে চায়, পাকিস্তান, আফগানিস্তান বানাতে চায়।
তিনি বলেন, ২০০১ সালের পহেলা অক্টোবরের পর এরা হাজার হাজার মানুষকে হত্যা করেছে, বাড়িতে অগ্নিসংযোগ করেছে, অসংখ্য নারীকে ধর্ষণ করেছে। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে নিরীহ বাঙালীর উপর ঝাপিয়ে পড়েছিল, ২০০১ সালের অক্টোবরে বিএনপি জামাত একইভাবে বাঙালির উপর নির্যাতন চালিয়েছিল। জাতির পিতার স্বপ্নের অসাম্প্রদায়িক সোনার বাংলাদেশ গড়তে, বিএনপি-জামাতের অপরাজনীতি ও অপশাসন থেকে দেশকে নিরাপদ রাখতে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে
বাহাউদ্দিন নাছিম বলেন, আগামী জাতীয় নির্বাচন হবে সংবিধানের আলোকে। নির্বাচন কমিশন গঠিত হবে সার্চ কমিটির মাধ্যমে।
বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে আমরা এগিয়ে যাব। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে শেখ হাসিনার মনোনীত নৌকা মার্কার প্রার্থীর জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বলেন, শেখ হাসিনা বিশ্ব নেত্রীতে পরিণত হয়েছেন। তিনি জাতিসংঘে বিশ্বের সকল বঞ্চিত মানুষের পক্ষে কথা বলেছেন। ভ্যাকসিনকে সবার অধিকার হিসেবে প্রতিষ্ঠিত করতে কথা বলেছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘে বাংলায় ভাষণ দিয়ে পৃথিবীকে চিনিয়েছেন বাংলাকে। তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা বিশ্বের সকল নেতাকে অতিক্রম করে সবচেয়ে বেশিবার রাষ্ট্রপ্রধান হিসেবে জাতিসংঘে ভাষণ দিয়ে বাংলা ও বাংলাদেশকে করেছেন সম্মানিত।
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ জয়পুরহাট জেলার সম্মেলন উদ্বোধন করেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু। স্বেচ্ছাসেবক লীগ জয়পুরহাট জেলা শাখার সভাপতি মাসুদ রেজার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খোরশেদ আলম সৈকত এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা, জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি তানভীর শাকিল জয় এমপি, ম. আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক শাহ জালাল মুকুল, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক কে এম মনোয়ারুল ইসলাম বিপুল সহ কেন্দ্রীয় ও জেলার নেতৃবৃন্দ।