বেগম জিয়ার সাজা বাড়ানোর আবেদন বেআইনি বললেন রিজভী
খালেদা জিয়ার সাজা বৃদ্ধির জন্য দুদক কর্তৃক রিভিউ পিটিশন দাখিল সম্পূর্ণরুপে বেআইনী বললেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার দাবি, ফৌজদারি মামলায় সাজা বাড়ানোর জন্য রিভিউ পিটিশনের বিষয়টি দুদকের আইনেও নেই।
বৃহস্পতিবার (২৯ মার্চ) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।
উচ্চ আদালতের বিচারপতিদ্বয় বলেছেন-বিষয়টি আইনে আছে কি না সেটির ব্যাখা প্রয়োজন। তারা আরও বলেছেন-যেহেতু উভয়পক্ষই বিষয়টি নিয়ে যুক্তিতর্ক উপস্থাপন করছেন, যেহেতু উচ্চ আদালতের বিচারকদ্বয় এ বিষয়ে সংশয় প্রকাশ করেছেন তাহলে এটি অত্যন্ত সুষ্পষ্ট যে, দুদক রিভিউ পিটিশনটি স্বপ্রণোদিত হয়ে করেনি বরং সরকারের নির্দেশেই দুদক এটি করেছে।
রিজভী আহমেদ বলেন, ‘গতকাল (বুধবার) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বলেছেন-নির্বাচনকালীন সরকার হবে বর্তমান সংসদে প্রতিনিধিত্বশীল সদস্যদের নিয়ে। তিনি ঠিকই বলেছেন-কারণ এজন্যই তিনি কয়েকদিন আগে বলেছিলেন যে, সামনে নির্বাচনে তাদের বিজয় নিশ্চিত, এটি শুধু আনুষ্ঠানিকতা মাত্র।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপি নেতা শওকত মাহামুদ, নিতাই রায়, আব্দুস সালাম আজাদ, আমিনুল ইসলাম প্রমুখ।