খালেদা গুরুতর অসুস্থ ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা চায় বিএনপি

খালেদা গুরুতর অসুস্থ ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা চায় বিএনপি

 

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া গুরুতর অসুস্থ দাবি করে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ব্যক্তিগত চিকিৎসকের অধীনে তার চিকিৎসার দাবি জানিয়েছে বিএনপি। সোমবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি জানান সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সরকারের নির্দেশে কারা কর্তৃপক্ষ তার সঙ্গে নির্দয় ও নিষ্ঠুর আচরণ করছেন বলে অভিযোগ করেন রিজভী।

রিজভী বলেন: ‘বেগম খালেদা জিয়াকে নির্জন, পরিত্যাক্ত ও অস্বাস্থ্যকর কারাগারে রাখা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে হাঁটুর সমস্যা ভুগছিলেন। তার সমস্যা দিন দিন বাড়ছে। এই অবস্থায় তার ব্যক্তিগত চিকিৎসকদের সুযোগও দেয়া হয়নি। সরকার নিজেদের পছন্দমতো ডাক্তারদের দিয়েছে। জরুরি ভিত্তিতে তার যে এমআরআই ও আধুনিক চিকিৎসা দরকার তা করানো হচ্ছে না। বিষয়টি গভীর উদ্বেগের ও বন্দী নির্যাতনের শামিল।’

তিনি বলেন: ‘এতদিন সপ্তাহে একদিন আত্মীয়দের দেখা করতে দিতো। কিন্তু এখন বলছে ১০দিন পর পর দেখা করতে হবে। এটি তাকে হয়রানি করা, তার ওপর বর্বরোচিত নির্যাতন। এতোদিন এতো করে বলার পরও নির্যাতনের মাত্রা বেড়ে যাচ্ছে। এটি সরকারি চক্রান্ত। মানসিক একাকিত্বে যেন তিনি কঠিন যন্ত্রণায় ভোগেন।’

এ সময় রিজভী আওয়ামী লীগে’র সাধারণ সম্পাদকের ওবায়দুল কাদেরের সমালোচনা করে বলেন: ‘কোটা সংস্কার আন্দোলনে পরাজিত হওয়ায় আপানরা এখন বেসামাল হয়ে পড়েছেন। পরাজয়ের গ্লানি থেকে বের হতে আপনারা বিএনপিকে নিয়ে বকছেন। প্রতিশোধে উন্মুক্ত হয়ে সরকার তারেক রহমানের বিরুদ্ধে বিষোদগার করছে।’