সারাদেশে ছাত্রদলে ২৪টি সাংঠনিক ইউনিটের আংশিক পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় সংসদ। আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
সংগঠনের দফতর সম্পাদক মো. আবদুস সাত্তার পাটোয়ারী স্বাক্ষরিত বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় জানানো হয়, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক বাগেরহাট, বগুড়া, চাঁদপুর, চাপাইনবাবগঞ্জ, কুমিল্লা মহানগর, কুমিল্লা দক্ষিণ, চুয়াডাঙ্গা, ঝালকাঠি, জয়পুরহাট, খাগড়াছড়ি, কুষ্টিয়া, লালমনিরহাট, লক্ষীপুর, মাগুড়া, মৌলভীবাজার, মুন্সিগঞ্জ, নওগাঁ, নারায়নগঞ্জ মহানগর, নারায়নগঞ্জ জেলা, নোয়াখালী, পিরোজপুর, রাঙ্গামাটি, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মামুন অর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান সোমবার এই সিগ্ধান্ত অনুমোদন করেছেন।
নব নির্বাচিত নেতৃবৃন্দকে আগামী ১ মাসের মধ্যে ঘোষিত ইউনিট কমিটির পূর্ণাঙ্গ তালিকা একই সাথে অধীনস্থ সকল ইউনিট কমিটি গঠন করে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নিকট জমা দেয়ার জন্য জন্য বিশেষভাবে নির্দেশ দেয়া হল।