খালেদার জিয়ার চিকিৎসার ব্যয়ভার বিএনপি বহন করতে চায় বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন । তাই দেরি না করে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করে চিকিৎসা সেবা দেয়ার দাবি করেছেন তিনি।
মঙ্গলবার (১২ জুন) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
কারা মহাপরিদর্শক বলেছেন, কারা জেল কোর্ট অনুযায়ী খালেদা জিয়াকে বেসরকারি হাসপাতালে চিকিৎসা দিতে হলে এর ব্যয় কোথা থেকে আসবে? জবাবে খন্দকার মোশাররফ বলেন, প্রয়োজনে খালেদা জিয়ার বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ বিএনপি বহন করবে এবং অবিলম্বে তাকে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাসেবা দিতে দাবি জানাচ্ছি।
তিনি আরো বলেন, বর্তমানে অনেক কারাবন্দি বারডেম হাসপাতালে ভর্তি রয়েছেন। আব্দুল জলিলকে তৎকালীন সময়ে বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। সে সময়ে জেলকোড আর বর্তমানের জেলকোড একই। এখন কারা কর্তৃপক্ষ ও সরকার খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে যে বক্তব্য রাখছে তাতে বুঝা যায় বিএনপির নেত্রীকে উপযুক্ত চিকিৎসা থেকে বঞ্চিত করার জন্য এমন বক্তব্য।
তিনি আরও বলেন, খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে এই আবেদন নিয়ে স্বরাষ্টমন্ত্রণালয়ে যাওয়া হয়েছে বলে আমরা জেনেছি।