স্বেচ্ছাসেবক দল মুন্সিগঞ্জ জেলার ৬ ইউনিট কমিটি অনুমোদন

স্বেচ্ছাসেবক দল মুন্সিগঞ্জ জেলার সভাপতি মো: ইদ্রিছ মিয়াজী (ভি পি মহন) ও সাধারণ সম্পাদক মো: সিদ্দিক মোল্লা মুন্সিগঞ্জ জেলার ৬ ইউনিটের স্বেচ্ছাসেবক দলের কমিটি ঘোষণা করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি আগামী ৩ মাসের মধ্যে অধীনস্থ সকল ইউনিয়নের কমিটি করার জন্য নির্দেশ দেওয়া হলো।

মুন্সিগঞ্জ জেলার অনুমোদিত ইউনিট কমিটি সমূহ:

গজারিয়া থানা: আহবায়ক : মো: আব্দুর রহমান শফিক, সদস্য সচিব : মো: মহিবুর রহমান (রিফাত প্রধান)। যুগ্ম আহবায়ক-১. মো: জাহেদ হোসেন (জাহিদ) ২. মো: জসিম উদ্দিন ৩. হাফেজ মো: বজলুর রহমান ফরাজী ৪. মো: সোবাহান প্রধান ৫. মো: শরীফ খান ৬. মো: মোখলেস দেওয়ান ৭. মো: রহমান (সোহাগ) সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

মিরকাদিম পৌর: আহবায়ক : মো: ফরিদ হাসান বাবু, সদস্য সচিব : মো: এমরান হোসেন। যুগ্ম আহবায়ক-১. মো: শাহাজালাল ২. মো: আসলাম ৩. মো: জহিরুল ইসলাম জসিম ৪. মো: এমদাদ হোসেন শাহীন সহ ২১ সদস্য বিশিষ্ট কমিটি।

সদর উপজেলা: আহবায়ক : মো: ঢালী মিলন, সদস্য সচিব : মো: শামীম ওসমান। যুগ্ম আহবায়ক-১. মো: শাকিল ২. মো: মামুনুর রহমান বাবু ৩. মো: আক্তার হোসেন মল্লিক ৪. মো: সেরু ভূইয়া ৫. মো: রজ্জব মিজি ৬. মো: রানা দেওয়ান ৭. মো: আনিসুর রহমান ৮. মো: আব্দুল মতিন ৯. শাহিন মোল্লা সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

মুন্সিগঞ্জ সদর পৌর: আহবায়ক : মো: পলাশ মাহমুদ, সদস্য সচিব : সোহেল আহম্মেদ। যুগ্ম আহবায়ক-১. মো: নুর আলম ২. মো: আবু সুফিয়ান ৩. লুৎফর রহমান লাভলু ৪. মো: বশির ৫. শাহিন মাতবর ৬. মনির হোসেন ৭. মো: সেলিম ৮. মো: খোরশেদ ৯. মো: জজ মিয়া সহ ২৯ সদস্য বিশিষ্ট কমিটি।

টঙ্গীবাড়ি উপজেলা: আহবায়ক : মো: তানজির আলম শেখ, সদস্য সচিব : মো: মারুফুল ইসলাম ( সেন্টু )। যুগ্ম আহবায়ক-১. মো: মামুন মোল্লা ২. মো: আবির ইসলাম খান ৩. মো: আব্দুল আওয়াল ( বিপ্লব ) ৪. মো: আনিছুর রহমান আনিছ ৫. মো: শহিদুল ইসলাম ৬. আ: করিম সুমন ৭. মো: রাজিব শেখ ৮. মো: সুমন দপ্তরী ৯. মো: বাবু বেপারী সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

লৌহজং উপজেলা: আহবায়ক : ওমর ফারুক রাসেল, সদস্য সচিব : জহিরুল ইসলাম খান দোলন। যুগ্ম আহবায়ক-১. তানভীর আহমেদ অভি ২. ওবায়দুল ইসলাম রাজন ৩. টিপু সুলতান ৪. মোস্তাফিজুর রহমান এ্যালবার্ট ৫. উজ্জল বেপারী ৬. মো: আওলাদ হোসেন ৭. কাজী আহসান বায়েজিত ৮. শামীম পারভেজ ৯. আমজাদ খান সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।