বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালের সিসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে।
বুধবার (১৫ জুন) দুপুর ১টা ১০ মিনিটের দিকে তাকে কেবিনে নেওয়া হয়। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার (১৪ জুন) রাতে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছিলেন, মেডিক্যাল বোর্ডের সিদ্ধন্তে তিনি সিসিইউতে (ক্রিটিক্যাল কেয়ার ইউনিট) আছেন। বুধবার চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
গত শুক্রবার (১০ জুন) গভীর রাতে বুকের ব্যথা নিয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। শনিবার দুপুরে খালেদা জিয়ার হৃৎপিণ্ডে এনজিওগ্রাম করে একটি ব্লক অপসারণ করে স্টেন্টিং করা হয়। বিএনপি চেয়ারপারসনের হৃৎপিণ্ডে আরও দুটি ব্লক রয়েছে। তবে সেখানে স্টেন্টিং করার মতো শারীরিক অবস্থা নেই বলে জানান চিকিৎসকেরা।