ক্রিকেটের টুকিটাকি
ক্রিকেট খেলার জন্ম কোন দেশে ?
উঃ ইংল্যান্ডে ।
পিচ কি ?
উঃ ক্রিকেট খেলার মাঝখানে ২২ গজ লম্বা ও ৮ ফুট ৮ ইঞ্চি চওড়া স্থান ।
ক্রিকেট খেলার মাঠ কি ধরনের ?
উঃ ডিম্বাকৃতির ।
ক্রিকেট খেলায় প্রত্যেক দলে কতজন খেলোয়ার থাকে ?
উঃ ১১ জন করে ।
ক্রিকেট বলের ওজন কত ?
উঃ ৫.৫ – ৬.৫ আউন্স ।
ক্রিকেট ব্যাটের দৈর্ঘ্য ও প্রস্থ সর্বোচ্চ কত ইঞ্চি হওয়া উচিৎ ?
উঃ ব্যাটের দৈর্ঘ্য সর্বোচ্চ ৩৮ ইঞ্চি এবং প্রস্থ হবে সর্বোচ্চ ৪.৫ ইঞ্চি ।
ক্রিকেট স্ট্যাম্পের দৈর্ঘ্য মাটি থেকে কত ইঞ্চি ?
উঃ ২৭ ইঞ্চি ।
অ্যাসেস, সিলিপয়েন্ট, এল.বি.ডব্লিউ, গুগলি কথা গুলো কোন্ খেলায় ব্যাবহৃত হয় ?
উঃ ক্রিকেট খেলায় ।
কত বছর পর পর বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হয়?
উঃ চার বছর পর পর ।
জিম্বাবুয়ে স্বেচ্ছায় টেস্ট ক্রিকেট থেকে বিরত রাখে কবে?
উঃ ২০০৫ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত।
পিচ এবং উইকেট কি ?
উঃ ক্রিকেট খেলা ঘাসযুক্ত মাঠে খেলা হয়, যার মাঝে ২২ গজের ঘাসবিহীন অংশ থাকে, এই অংশকে পিচ বলে। পিচের দুই প্রান্তে কাঠের তিনটি করে লম্বা লাঠি বা স্ট্যাম্প থাকে। ঐ তিনটি স্ট্যাম্পের উপরে বা মাথায় দুইটি ছোট কাঠের টুকরা থাকে। স্ট্যাম্প ও বেইল সহযোগে এই কাঠের কাঠামোকে উইকেটবলে।
ইন্টারন্যাশনাল ক্রিকেট কনফারেন্স (International Cricket Conference) এটি প্রতিষ্ঠিত হয় কবে?
উঃ ১৯০৯ সালে?
প্রতিষ্ঠাকালীন সময়ে ‘ইন্টারন্যাশনাল ক্রিকেট কনফারেন্স (International Cricket Conference)’ এর নাম কি ছিল?
উঃ তখন এর নাম ছিল ‘ইম্পেরিয়াল ক্রিকেট কনফারেন্স’।
সে সময়ে এর সদস্য কে কে ছিল?
উঃ সে সময়ে এর সদস্য ছিল ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিন আফ্রিকা।
কত সালে ‘ইম্পেরিয়াল ক্রিকেট কনফারেন্স’ এর নাম ইন্টারন্যাশনাল ক্রিকেট কনফারেন্স হয়?
উঃ ১৯৬৪ সালে।
বর্তমান সময়ে এই প্রতিষ্ঠানের নাম কি?
উঃ ইন্টারন্যাশনাল ক্রিকেট কউন্সিল।
‘ইন্টারন্যাশনাল ক্রিকেট কনফারেন্স’ এর নাম ‘ইন্টারন্যাশনাল ক্রিকেট কউন্সিল’ হয় কবে?
উঃ ১৯৮৯ সালে।