ঢাবি ছাত্রলীগের সম্মেলন শুরু; প্রধানমন্ত্রীর এক নম্বর পছন্দ মেধাবী ছাত্র

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের সম্মেলন শুরু হয়েছে।রোববার সকাল ১১টায় অপরাজেয় বাংলার পাদদেশে এই সম্মেলনের উদ্বোধন করেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ। সম্মেলনে প্রধান অতিথি রয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ছাত্রলীগ সূত্রে জানা গেছে, অনুপ্রবশকারীরা যাতে দলে ঢুকে বিশৃঙ্খলা করতে না পারে সে ব্যাপারে কঠোর থাকার নির্দেশনা রয়েছে আওয়ামী লীগের হাইকমান্ড থেকে। কেন্দ্রীয় ছাত্রলীগও বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকার নিয়েছে। রাজপথে সর্বদা যারা সক্রিয়া ছিল, যাদের পরিবার আওয়ামী লীগের সঙ্গ জড়িত, দলের দুঃসময় যারা ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিল এমন নেতৃবৃন্দ এবার পদ পাবেন।

এবার কেমন নেতৃত্ব আসবে এমন প্রশ্নের জবাবে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর এক নম্বর পছন্দ মেধাবী ছাত্র। অবশ্যই যারা বিভিন্ন অভিযোগে অভিযুক্ত তারা আসবে না। এবং যারা ছাত্রলীগকে ভালবেসে জীবন বাজি রেখে বিভিন্ন আন্দোলন সংগ্রামে ছিল তারাই নেতৃত্বে আসবে। ’

সাধারণ সম্পাদক এস এম জাকির হাসাইন বলেন, ‘অবশ্যই যারা ত্যাগী, সৎ, দুর্দিনে ছাত্রলীগের সঙ্গে ছিল এবং যারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মিশন-ভিশন বাস্তবায়ন করতে পারবে এমন নেতৃত্ব আসবে।’