দুর্যোগপূর্ণ আবহাওয়ার করণে সকাল পৌনে ১১ টা থেকে দেশের অভ্যন্তরীন সব রুটে নৌ যান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ)।
সোমবার (৩০ এপ্রিল) বিআইডাব্লিউটিএ’র নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থা বিভাগের (ঢাকা নদী-বন্দর) যুগ্ম-পরিচালক আলমগীর কবির এ তথ্য জানান।
তিনি জানান, কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস পেয়েই সব রুটের ছোট -বড় নৌ-যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে।
আলমগীর কবির বলেন,আবহাওয়া অধিদপ্তরের দুই নম্বর সতর্ক সংকেত থাকলেও কালো মেঘ আর ঝড়ের পূর্বাভাসের কারণে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। তবে আবহাওয়ার উন্নতি হওয়ার সঙ্গে সঙ্গে আবার নৌ চলাচল শুরু হবে।
তিনি জানান, এমনিতেই আবহাওয়া পরিস্থিতি খারাপ হলে ছোট নৌ-যান চলাচলে সতর্ক থাকতে বলা হয়।
কালবৈশাখী ঝড়ের কারণে রোববার সকাল ও সন্ধ্যায় দুই দফায় পাঁচ ঘণ্টার মতো নৌ-যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বিআইডাব্লিউটিএ ।