৬ মাসের জন্য গাজীপুর সিটি নির্বাচন স্থগিত

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন ছয় মাসের জন্য স্থগিত ঘোষণা করেছেন হাইকোর্ট। একইসঙ্গে নির্বাচন কেন স্থগিত করা হবে না, তা জানতে চেয়ে রুল জারিও করেছেন আদালত।

এই নির্বাচন স্থগিত চেয়ে দায়ের করা এক রিট আবেদনের শুনানি শেষে রবিবার bদুপুরে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন।

গাজীপুরের ১ নম্বর শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবিএম আজাহারুল ইসলাম সুরুজ হাইকোর্টে রিটটি দায়ের করেন। আদালতে তার পক্ষে শুনানি করেন জিএম ইলিয়াস হোসেন কচি। তিনি জানান, সীমানা নির্ধারণ বিষয়ক জটিলতা নিয়ে ওই রিট দায়ের করা হয়েছিল। শুনানি রাষ্ট্রপক্ষে ছিলেন মোখলেসুর রহমান।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৫ মে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এরই মধ্যে এই নির্বাচনে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলরদের প্রার্থিতা নিশ্চিত হয়েছে, তাদের মধ্যে প্রতীকও বরাদ্দ হয়েছে। এই নির্বাচনকে ঘিরে প্রচারণা চালাচ্ছেন তারা।