আজ বিকেলেই শেষ হচ্ছে ছাত্রলীগের সম্মেলন। কিন্তু বাড়ছে নতুন নেতৃত্ব পাওয়ার সময় । সম্মেলনের দ্বিতীয় দিনের দ্বিতীয় অধিবেশনে নতুন নেতৃত্ব বিষয়ে সিদ্ধান্ত হয়ে থাকলেও এবারের ২৯ তম সম্মেলনের সেটি হচ্ছে না। ছাত্রলীগের নতুন নেতৃত্ব পেতে আরও অপেক্ষা বাড়ল।
শনিবার ((১২ মে) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সম্মেলনের দ্বিতীয় দিনের দ্বিতীয় অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় এমনই ইঙ্গিত দিয়েছেন সংগঠনের বিদায়ী বিদায়ী সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।
তিনি বলেছেন, ‘নতুন নেতৃত্বের নির্বাচনে শেখ হাসিনার সিদ্ধান্ত মেনে নেবে ছাত্রলীগ। দু’ একদিনের মধ্যে প্রধানমন্ত্রী ছাত্রলীগকে নতুন কমিটি উপহার দেবেন।’
এর আগে প্রথম অধিবেশনে সংগঠনের বিদায়ী সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগের একমাত্র অভিভাবক। তিনি যেভাবে নির্দেশনা দেবেন, দ্বিতীয় অধিবেশন আমরা সেভাবেই পরিচালনা করব। প্রধানমন্ত্রী ইতোমধ্যে আমাদের কিছু নির্দেশনা দিয়েছেন এবং শেষ নির্দেশনা পাওয়া মাত্রই আপনাদের মাঝে সবকিছু ঘোষণা করবো। সে জন্য কিছু সময় অপেক্ষা করতে হবে।’