বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ মহাকাশে পাঠানোর বিষয়টি গৌরবের মন্তব্য করে তার জন্য কী পরিমাণ ব্যয় হয়েছে তার হিসাব জনগণেরর জাছে পেশ করার দাবি জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন: ‘মহাকাশে যে স্যাটেলাইট পাঠিয়েছে তা দেশের জন্য গৌরবের। কিন্তু আমরা জানতে চাই এই প্রকল্পে কত অর্থ অপচয় ও দুর্নীতি হয়েছে। এটা জানার অধিকার মানুষের আছে।’
রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘শফিউল বারি বাবু মুক্তি পরিষদ’ আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারি বাবুর মুক্তির দাবিতে এই সভা আয়োজন করা হয়।
মওদুদ বলেন: ‘কিভাবে কত টাকা, কাদের মাধ্যমে খরচ হয়, কাদের চুক্তি দেয়া হয়েছিলো, যাদের মনিটরিংয়ের দায়িত্ব দেয়া হয়েছে তার সকল হিসাব দিতে হবে।’
নির্বাচনের বিষয়ে মওদুদ বলেন: ‘দেশে আর কোনো ২০১৪ সালের মতো নির্বাচন হবে না। শুধু সভা সেমিনার করলে হবে না। প্রতিবাদ-প্রতিরোধের নতুন পথ তৈরি করতে হবে। আর কিছু দিন যাক। যখন জনগণ পথে নামবে দেখবে এই সরকার। এই প্রশাসন, এই পুলিশ, বিজিবি আসতে আসতে সরে পড়বে। কোটা আন্দোলনে যেভাবে পুলিশ সরে পড়েছে সেভাবে সরে পড়বে সবাই।’
মওদুদ বলেন: ‘দেশের মানুষ পরিবর্তন চায়। নির্বাচনের সামনে মানুষের মনের পরিবর্তন আসবে। সমস্ত রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে যখন মাঠে নামবে তখন রাজনৈতিক চিত্র বদলে যাবে। একটি সুষ্ঠু নির্বাচন হবে, সে নির্বাচনে মুক্ত খালেদা জিয়াকে নিয়ে নির্বাচন করবো এবং তাকে নিয়েই জয় লাভ করবো।’
‘আমি দাবি করছি, অবিলম্বে গেজেট প্রকাশ করে কোটা পদ্ধতি বিলুপ্ত করা হোক।’
বিএনপির এই নেতা বলেন: ‘গাজীপুরে সিটি নির্বাচনে বিএনপির পক্ষে জোয়ার ওঠায় নির্বাচন বন্ধ করা হয়েছে। খুলনায় আরো জোয়ার।’
গত ৭ মে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছিলেন: গাজীপুরে নিশ্চিত ভরাডুবির আভাস পেয়ে আগে থেকে নির্বাচন ভণ্ডুলের ষড়যন্ত্র করেছিল। এই নির্বাচন বন্ধের জন্য ব্যরিষ্টার মওদুদ আহমদ গত ১০ এপ্রিল চেষ্টা করেছেন। একজন চেয়ারম্যনের পক্ষে তিনি শুনানি করে ব্যর্থ হয়েছেন।
প্রতিবাদ সভায় মওদুদ বলেন: আমাদের কাছে খবর আছে। ঢাকা থেকে সাদা পোশাকে কেন্দ্র দখলের জন্য লোক নেওয়া হচ্ছে। তারা জোর করে হলেও খুলনায় জয় লাভ করেছে বলে দেখানোর চেষ্টা করবে। কিন্তু দেশের মানুষ অন্ধ নয়।
‘কেন্দ্র দখল করে, ভোট চুরি করে যদি নির্বাচন করা হয়, সে নির্বাচন আমরা প্রত্যাখ্যান করবো এবং আন্দোলন করবো’, বলেন ব্যারিস্টার মওদুদ।