আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘পানি ছাড়া যেমন মাছ বাঁচতে পারে না, তেমনি নির্বাচনে অংশগ্রহণ ছাড়া কোনো রাজনৈতিক দলও বাঁচতে পারে না। তাই আপনাদের প্রতি অনুরোধ থাকবে— আন্দোলনের খেলা না খেলে নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিন।’
মঙ্গলবার রাজধানীর জাতীয় অর্থোপেডিক পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) ও হাসপাতালের সম্প্রসারিত ভবনের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আগামী নির্বাচনে বিএনপি অংশ নেবে— এমন আশাবাদ ব্যক্ত করে মোহাম্মদ নাসিম বলেন, ‘যে কোনো পরিস্থিতিতেই আগামী নির্বাচনে বিএনপির অংশগ্রহণ করা উচিত। আমরা বিশ্বাস করি, আগামী নির্বাচনে বিএনপি অংশ নেবে।’
খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপি নেত্রীর জন্য দেশের সর্বোচ্চ উন্নতমানের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু তিনি তা গ্রহণ করেননি। তাই এক্ষেত্রে আমাদের কিছু করার নেই।’
অর্থোপেডিক হাসপাতালে নতুন ১৪ তলা ভবন নির্মাণ কাজ শেষ পর্যায়ে রয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, চলতি বছরের সেপ্টেম্বর মাসের মধ্যে এই হাসপাতালে স্বাস্থ্যসেবা চালু করা সম্ভব হবে।
অন্যদের মধ্যে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব শহীদুল্লাহ খন্দকার, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সিরাজুল হক খান, নিটোর সম্প্রসারণ প্রকল্পের পরিচালক ডা. সিরাজুল ইসলাম মোল্লা, হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. আব্দুল গণি মোল্লা প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
পরে স্বাস্থ্যমন্ত্রী রাজধানীর মহাখালীতে নির্মানাধীন ন্যাশনাল ইন্সটিটিউট অব ডাইজেস্টিভ ডিজিজেস রিসার্চ ও হাসপাতালের নির্মানকাজ পরিদর্শন করেন।