বিএনপির পরাজিত প্রার্থী হাসান সরকার নির্বাচন নিয়ে বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন বক্তব্যের সমালোচনা করে অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম বলেন, তিনি (হাসান) যে সকল বক্তব্য দিয়েছেন তার জবাব কাজের মাধ্যমে প্রমাণ করব। কারণ গাজীপুরবাসী অত্যন্ত সচেতন।
বুধবার মহানগরীর বঙ্গতাজ অডিটোরিয়ামে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি।
মো. জাহাঙ্গীর আলম বলেন, যেকোনো জয় মানুষের উৎস ও কাজের স্প্রিটকে বাড়িয়ে দেয়। প্রতিটি জয়ই মানুষকে উৎসাহিত করে। তাই তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে গাজীপুর সিটি করপোরেশনের উন্নয়নের জন্য কাজ করে যেতে চাই।
তিনি বলেন, পরাজিত প্রার্থীসহ সবাইকে সঙ্গে নিয়ে একটি রোডম্যাপ তৈরি করে গাজীপুরবাসীর সবার উন্নয়নে কাজ করে যেতে চাই।
মঙ্গলবার অনুষ্ঠিত গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলম নৌকা প্রতীকে ৪ লাখ ১০ ভোট পান।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার পেয়েছেন এক লাখ ৯৭ হাজার ৬১১ ভোট।