তিন সংসদ সদস্যের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন রাজশাহী সিটি করপোরেশন(রাসিক) নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল।
শনিবার বিকালে রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন মোসাদ্দেক হোসেন বুলবুলের পক্ষে তার প্রধান নির্বাচনী এজেন্ট ও জেলা বিএনপি সভাপতি তোফাজ্জাল হোসেন তপু।
এতে বলা হয়েছে, রাজশাহী-৩ ও ৫ আসনের সংসদ সদস্য যথাক্রমে আয়েন উদ্দিন ও আব্দুল ওয়াদুদ দারা এবং নাটোর-২ সদর আসনের শফিকুল ইসলাম শিমুল সিটি করপোরেশন এলাকায় এসে নৌকা প্রতীকের পক্ষে প্রচারণা চালিয়ে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেছেন।
পাশাপাশি কোনও গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া বিএনপির ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার এবং ভয়ভীতি দেখানোসহ সাতটি অভিযোগ করা হয়েছে।
এই বিষয়ে রিটার্নিং অফিসার আমিরুল ইসলাম বলেন, সংসদ সদস্যদের বিরুদ্ধে করা অভিযোগ তদন্ত করা হবে। সত্যতা পাওয়া গেলে তাদের সতর্ক করাসহ বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, আগামী ৩০ জুলাই অনুষ্ঠেয় নির্বাচনে মোট ভোটারের সংখ্যা তিন লাখ ১৮ হাজার ১৩৮ জন। এর মধ্যে পুরুষের সংখ্যা এক লাখ ৫৬ হাজার ৮৫। আর নারীর সংখ্যা ১ লাখ ৫৬ হাজার ৮৫। ভোটকেন্দ্রের সংখ্যা ১৩৭টি থেকে বেড়ে ১৩৮টি হয়েছে। বর্ধিত ভোটকেন্দ্রটি হচ্ছে অনন্যা শিশু শিক্ষালয়। এটি মহানগরীর ২৪নং ওয়ার্ডে অবস্থিত।