অপ্রাপ্তবয়স্ক ও ড্রাইভিং লাইসেন্সবিহীন অবৈধ গাড়ি চালকদের বিরুদ্ধে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য বিআরটিএ এবং ডিএমপিকে নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোঃ নজিবুর রহমানের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, বিআরটিএ ও বিআরটিসিসহ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে নিয়ে অনুষ্ঠিত এক সভায় এই নির্দেশনা দেওয়া হয়।
এছাড়া সভায় বিমানবন্দর সড়কে দুইজন শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে নেওয়া আইনানুগ ব্যবস্থার অগ্রগতি সম্পর্কেও বিস্তারিত আলোচনা হয়।
গত ২৯ তারিখ বিমানবন্দর সড়কে বেপরোয়া বাসের চাপায় ২ শিক্ষার্থীর মৃত্যু হয়। এই ঘটনার প্রতিবাদ জানাতে পর পর দুই দিন রাস্তায় নেমে আসে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা।