দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে নিয়ে দেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের নিন্দা জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘মানুষেরও প্রশ্ন থাকতে পারে, আপনি বিদেশ থেকে ফিরে আসার ১৭ দিনের মাথায় জিয়াউর রহমানকে নিঃসংশভাবে হত্যা করা হয়েছে। তাই এইসব বিষয় খোঁজতে গেলে আপনাদের কেঁচো খোঁজতে সাপ বের হয়ে যেতে পারে।’
বৃহস্পতিবার (২ আগস্ট) বেলা ১১টা নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী জিয়াউর রহমানকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন তার নিন্দা জানিয়ে ফখরুল বলেন, ‘গতকাল সরকারের প্রধানমন্ত্রী চিরাচরিত নিয়ম অনুযায়ী এই বিষয়টা (শিক্ষার্থীদের আন্দোলন) ডাইবাট করার জন্য, আবার জিয়াউর রহমানের দিকে আক্রমণ করতে শুরু করেছেন। তিনি (শেখ হাসিনা) বলেছেন মুজিব হত্যার সাথে জড়িত থাকায় জিয়াউর রহমান তার বিচারটা করে যেতে পারলেন না। আর যেহেতু তিনি জীবিত নেই তাই তার (জিয়াউর রহমান) বিচারটাও তিনি করতে পারলেন না।’
তিনি বলেন, ‘কোথাও আজ পর্যন্ত কেউ বলেনি এই ঘটনায় জিয়াউর রহমান জড়িত। এবং মুজিব হত্যার যে বিচার হয়ে গেলো সেই বিচারে সমস্ত প্রক্রিয়ার মধ্যে কোথাও কোনো স্বাক্ষী-প্রমাণে জিয়াউর রহমানের নাম নেই। সরকারের এই বিষয়টা সামনে আনার একমাত্র উদ্দেশ হচ্ছে শিক্ষার্থীদের আন্দোলনকে ডাইবাট করা।’
সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আতাউর রহমান ঢালী, সিনিয়র যুগ-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী প্রমুখ উপস্থিত ছিলেন।