রাজধানীর শাহবাগে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের লজেন্স খাইয়ে সংহতি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতারা।
তবে এরপরই ঢাবি ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস বলেন ‘আন্দোলনে বাধা দেয়ার জন্য আসিনি। বরং বোঝাতে এসেছি।
তোমাদের প্রতি অনুরোধ, সরকার তোমাদের সব দাবি মেনে নিয়েছে। এখন বাসায় ফিরে যাও।
তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। তারা যেন কোনও মহলের প্ররোচনায় ভুল পথে পরিচালিত না হয়। সেজন্যেই আমরা বলেছি, যাতে তারা বাসায় ফিরে যায়।’
এ সময় লজেন্সের বিপরীতে ছাত্রলীগ নেতাদেরও চিপস খাওয়ান আন্দোলনকারীরা।
নিরাপদ সড়কের দাবিতে টানা সপ্তম দিনের মধ্যে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। তারা নয় দফা দাবি বাস্তবায়নের দাবি জানিয়ে আসছেন।