শাহবাগে শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল

আগের ফাইলের ছবি
আগের ফাইলের ছবি

রাজধানীর শাহবাগ এলাকায় নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ব্যানারে মিছিল নিয়ে এগুতে থাকে। এ সময় পুলিশের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। এরই একপর্যায়ে পুলিশ ছাত্রদের লক্ষ্য করে টিয়ার শেল ছোড়ে।

সোমবার (৬ আগস্ট) বেলা ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে কয়েকশ শিক্ষার্থীর একটি মিছিল শাহবাগ মোড়ে যেতে চাইলে সেখানে অবস্থান নেয়া পুলিশ টিয়ারশেল-জল কামান ছুড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। এতে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে আবারো টিএসসির দিকে চলে যায়। জানা যায় তারা সবাই ঢাবির শিক্ষার্থী ছিল।

ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার ব্রেকিংনিউজকে জানান, হঠাৎ শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়ে শাহবাগের দিকে যাওয়ার চেষ্টা করছিল। পরে আমরা টিয়ারসেল নিক্ষেপ করে তাদের সরিয়ে দেই।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত কবি নজরুলের মাজারে ছাত্রদের বর্তমান অবস্থান, পুলিশ লাইব্রেবির সামনে রয়েছে।