নতুন রোডম্যাপ খুঁজছে বিএনপি!

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি

দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী করণীয় ঠিক করতে দীর্ঘস্থায়ী বৈঠক করেছেন বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা।

শনিবার(১১ আগস্ট)সকাল দশটা থেকে বিকেল ৫টা নাগাদ এ বৈঠক চলে। সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী করণীয় ঠিক করতে আলোচনা করে বৈঠক মুলতবি করেছেন তারা। আজ রোববার আবারো এ বৈঠক চলবে।

দলীয় সূত্র জানায়, বিএনপির স্থায়ী কমিটির ম্যারাথন এই বৈঠকে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন, খালেদা জিয়ার মুক্তি ও আগামী জাতীয় নির্বাচনসহ গুরুত্বপূর্ণ ইস্যু গুলো আলোচনায় স্থান পেয়েছে।

জানা গেছে, স্থায়ী কমিটির এই বৈঠকে আলোচনা করেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে আগামী দিনের নিজেদের রাজনীতির রোডম্যাপ নির্ধারণ করবে বিএনপি।

বিএনপির প্রায় সকল ধরনের কর্মসূচির বিষয়ে গণমাধ্যমে আগে থেকে জানালেও এ বৈঠকের বিষয়ে দলটির পক্ষ থেকে জানানো হয়নি।

বৈঠকের বিষয়বস্তু জানতে চাইলে স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহাবুবুর রহমান বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। তবে কোনো সিদ্ধান্ত হয়নি। বৈঠক মুলতবি রাখা হয়েছে। রবিবার আবারো বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকের অন্যদের মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন।