কালকিনিতে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে জাতীয় শোক দিবস পালন
বি এম হানিফ, কালকিনি প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কালকিনি উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও আওয়ামী লীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে দিনটি পালন করা হয়েছে। আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করার মধ্য দিয়ে শোক দিবস পালনের কর্মসূচী শুরু হয়। দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও শোক র্যালি শেষে উপজেলার প্রধান শহীদ মিনার চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং কালকিনির বিভিন্ন জায়গায় কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।
প্রধান অতিথি কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দীন নাছিম এমপি উপস্থিত থেকে শশিকর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে, ডাসার দলীয় কার্যালয়ের সামনে, কাজীবাকাই ফজলগঞ্জ বাজার, ভূরঘাটা লোকাল বাসষ্টেশন, কালকিনি সদর নতুন বাজার, কাষ্টগড় প্রাথমিক বিদ্যালয়ের সামনে, কালিগন্জ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে, খালেকের হাট উচ্চ বিদ্যালয়ে, মিয়ারহাট উচ্চ বিদ্যালয়ে , মোক্তারহাট , খাসেরহাট বাজারে শোকদিবসের কর্মসূচীতে অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহিন, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রমথ রঞ্জন ঘটক, জেলা আ’লীগের সহ-সভাপতি খায়রুল আলম খোকন বেপারী, ভাইস চেয়ারম্যান কাজী মাহমুদুল হাসান দোদুল, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী নাসরিন, জেলা আ’ লীগের সাংগঠনিক সম্পাদক নাইরুল ইসলাম দুলাল চৌধুরী, পৌর আ’লীগের সভাপতি আবুল বাশার, পৌর মেয়র এনায়েত হোসেন, কালকিনি থানার ওসি কৃপা সিন্ধু বালা, আ’লীগের যুগ্নসম্পাদক লোকমান সরদার, জেলা পরিষদের সদস্য মীর মামুন অর রসিদ, আবদূল আল মামুন,শারমিন জাহান, সাংগঠনিক সম্পাদক সোহেল তালুকদার, কেন্দ্রীয় আ’লীগ নেতা সোহেল রানা মিঠু, পৌর-আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাংবাদিক বি এম হানিফ, সপ্তর সম্পাদক মাহামুদুর রহমান ইরান, উপজেলা ছাত্রলীগের সভাপতি অহেদুজ্জামান বুলেট, সাধারণ সম্পাদক মীর রুহুল আমিন সুজন, পৌর-ছাত্রলীগের সভাপতি বাকামিন খান ও সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন ফকির প্রমুখ।