গণতন্ত্রের সংগ্রাম অব্যাহত রাখার ডাক খালেদা জিয়ার

খালেদা জিয়া

গণতন্ত্রের সংগ্রাম অব্যাহত রাখার ডাক দিয়ে দেশবাসীকে সজাগ ও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

শনিবার (২৫ আগস্ট) বিকেল সোয়া ৫টার দিকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে বেরিয়ে আসার পথে চেয়ারপারসনের উদ্ধৃতি দিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এ কথা জানান।

সাক্ষাৎকালে সাংবাদিকদের মাধ্যমে খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চান বলেও জানান ফখরুল ।

এর আগে বিকেল ৪টায় কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেন ফখরুল। দলের চেয়ারপারসনের সঙ্গে ঘণ্টাব্যাপী সাক্ষাৎ করেন ফখরুল।

সাক্ষাৎ শেষে বেরিয়ে এসে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘ খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তিনি গণতন্ত্রের লড়াই অব্যাহত রাখার স্বার্থে দেশবাসীকে সজাগ ও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।’

মির্জা ফখরুল বলেন, ‘ঈদের দিন আমরা খালেদা জিয়ার সঙ্গে দেখা করার অনুমতি চেয়েছিলাম। কিন্তু সেদিন অনুমতি পাইনি। আজ (শনিবার) ম্যাডামের পিএসকে জানানো হয়েছে এবং বলা হয়েছে, আমি ম্যাডামের সঙ্গে দেখা করতে পারবো। তাই আজ এসেছিলাম।’

কারাবন্দি খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো নয় জানিয়ে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, ‘শরীর ভালো না থাকলেও তাঁর (খালেদা জিয়া) মনোবল শক্ত আছে। আশা করছি, দ্রুতই দেশনেত্রীর জামিন হবে এবং তিনি কারামুক্ত হবেন। তবে ম্যাডামের শারীরিক অবস্থার উন্নতি হয়নি।’

উপস্থিত এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ফখরুল বলেন, ‘খালেদা জিয়ার সঙ্গে সাংগঠনিক কিংবা রাজনৈতিক কোনো বিষয়ে আলোচনা হয়নি।’

সবশেষ গত ২২ আগস্ট ঈদুল আহজার দিন বিকেলে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে বেগম জিয়ার সঙ্গে পরিবারের সদস্য ও স্বজনরা সাক্ষাৎ করেন। তবে ওই দিন সকালে মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বাধীন বিএনপি নেতারা খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গেলে কারাফটক থেকেই তাদের ফিরিয়ে দেয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি বিশেষ জজ আদালতের দেয়া রায়ে ৫ বছরের সাজা হয় খালেদা জিয়ার। ওইদিনই তাঁকে নাজিমউদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। এর পর থেকে সেখানেই কারাবন্দি আছেন সাবেক এই প্রধানমন্ত্রী।