২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিচারের আওতায় আনার দাবি জানিয়ে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, ‘২১ আগস্ট গ্রেনেড হামলার দায় বেগম খালেদা জিয়ার ওপর বর্তায়। এ দায় তিনি এড়াতে পারেন না।’
সোমবার (২৭ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘নারী নেত্রী বেগম আইভি রহমানের ১৪তম মৃত্যুবার্ষিকী’র এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, ‘গ্রেনেড হামলার মতো ঘটনা সরকারের অনুমতি ও সহযোগিতা ছাড়া কোনোভাবেই সম্ভব ছিল না। মুফতি হান্নান তার জবানবন্দিতে বলেছেন- কীভাবে এ হামলার ছক তৈরি করা হয়েছিল। ২১ আগস্ট গ্রেনেড হামলার একজন ভিকটিম হিসেবে আমি আশা করছি প্রত্যাশিত রায় পাবো।’
বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের এ মুখপাত্র বলেন, ‘২১ আগস্ট হামলার মামলার রায় যত ঘনিয়ে এসেছে বিএনপি নেতা রিজভী ও ফখরুল ঘনঘন সংবাদ সম্মেলন করে বিচারকের ওপর মনস্তাত্বিক চাপ সৃষ্টি করে রায়কে প্রভাবিত করার অপচেষ্টা চালাচ্ছে।’
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রিজভীর নেতৃত্বে ঝটিকা মিছিলকে দৌঁড় মিছিল বলেও মন্তব্য করেন তিনি।
আলোচনা সভায় খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ‘বিএনপি নির্বাচনে আসতে ভয় পায়। তারা এখন বিবৃতি সর্বস্ব পার্টিতে পরিণত হয়েছে। তারা এখন কাগজের বাঘ।’
‘এবার নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করলে খবর আছে’- হুঁশিয়ারি উচ্চারণ করে মন্ত্রী বলেন, ‘নির্বাচন বানচাল করার শক্তি আপনাদের নাই। এবারও নির্বাচনে না এসে আগুন সন্ত্রাস করলে জনগণ তাদের যা কিছু আছে তা নিয়ে আপনাদের ওপর ঝাপিয়ে পড়বে।’
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা লায়ন চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মোল্লা জালাল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য, আয়োজক সংগঠনের মুখপাত্র অরুণ সরকার রানা প্রমুখ।