আগামী জাতীয় নির্বাচনে যাওয়ার জন্য বেশ কিছু শর্ত জানালেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২৮ আগস্ট) দুপুরে নয়াপল্টনে দলের যৌথভাবে শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব শর্তের কথা জানান।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা বারবার বলছি আমাদের নেত্রীকে মুক্তি দিতে হবে, এটা আমাদের প্রথম শর্ত; নির্বাচন করতে হলে নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে; একটা নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার থাকতে হবে; নির্বাচন কমিশনকে ভেঙে দিয়ে পুনর্গঠন করতে হবে; সংসদ ভেঙে দিতে হবে, একই সঙ্গে সমস্ত দলকে সমান সুযোগ দিতে হবে এবং সেনাবাহিনী মোতায়েন করতে হবে।’
তিনি বলেন, ‘নির্বাচনী চ্যালেঞ্জ আওয়ামী লীগের, আমাদের নয়। আওয়ামী লীগের চ্যালেঞ্জ হচ্ছে জনগণ, কারণ জনগণ তাদের ভোট দেবে না। যার কারণে তারা যতো রকমের দুষ্টামি আছে সব রকমের দুষ্টামি শুরু করেছে, আমরা (বিএনপি) ইভিএমকে না বলেছি, তারা (আ.লীগ) ইভিএম আনবে, পুলিশকে বলা হচ্ছে আমাদের এরেস্ট করা জন্য। আমি বলবো- নির্বাচন যদি করতে চান সবাইকে মুক্ত করে নির্বাচন করেন।’
যৌথসভায় বিএনপির সিনিয়র-যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, আব্দুল আউয়াল খান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি গোলাম সরোয়ার, ছাত্রদলের সহ-সভাপতি নাজমুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।