খুব শিগগিরই নির্বাচনকালীন নির্দলীয় সরকারের প্রস্তাবনা দেবে বিএনপি। দলের নেতারা জানিয়েছেন, নির্বাচনকালীন সময়ে বহুদলীয় সরকার তারা মানবেন না, সরকারের পক্ষ থেকে কোনো প্রস্তাব এলে অবশ্য তারা ভেবে দেখবেন।
তবে তারা বলছেন, নির্বাচনের চেয়েও তারা দাবি আদায়ে আন্দোলনের জন্য বেশি প্রস্তুতি নিচ্ছেন তারা।
অনেকদিন পর দলের প্রতিষ্ঠাবার্ষিকীর দিন সোমবার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে বিএনপি। নেতাকর্মীদের উপস্থিতিই বলে দিয়েছে জাতীয় নির্বাচন আসন্ন।
কিন্তু নির্বাচন, তাদের দাবি-দাওয়া, নেতৃত্বসহ বিভিন্ন বিষয়ে কোন অবস্থানে বিএনপি – এ প্রশ্ন চলে আসছে বারবার।
নির্বাচনকালীন সরকারের দাবিতে থাকা বিএনপি’র এখন বড় দাবি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কারামুক্তি। নতুন করে ইভিএম পদ্ধতি বাতিলের দাবিও যোগ হয়েছে। আর তাই বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বললেন, নির্বাচনের চেয়েও তাদের দাবি আদায়ই বড় চ্যালেঞ্জ।
তবে বহুদলীয় সরকার নিয়ে কোনো প্রস্তাব এলে তাও ভেবে দেখার কথা বলছেন তারা। বিএনপি নেতারা বলেছেন সময় মতো প্রয়োজনীয় অনেক সিদ্ধান্তই নেবেন তারা।কারাগারে যাওয়ার অনেক আগে থেকেই নির্দলীয় সরকারের প্রস্তাবনা দেয়ার কথা বলছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। স্থায়ী কমিটির ব্যারিস্টার মওদুদ আহমদ এবং আমির খসরু মাহমুদ চৌধুরীসহ দলের নেতারা জানালেন, শিগগিরই এ প্রস্তাবনা দেয়া হবে।