দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবি এবং কারাগারে আদালত স্থাপনের প্রতিবাদে পূর্বঘোষিত বিএনপির মানববন্ধনে আশেপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।
জাতীয় প্রেসক্লাবের কদম পোয়ারা মোড়, পল্টন মোড় থেকে সচিবালয় ও এর আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পাশাপাশি সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যও মোতায়েন করা হয়েছে। মানববন্ধন স্থলের বাহিরে পুলিশের জলকামান ও প্রিজনভ্যান রাখা হয়েছে।
দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ অফিসার ব্রেকিংনিউজকে জানান, ‘এখন পর্যন্ত আমরা কোনো আইনশৃঙ্খলার কোনো অবনতি চোখে পড়েনি। যদি কেউ আইনশৃঙ্খলা নষ্ট করার চেষ্টা করে তাহলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’
১১টায় শুরু হওয়ার কথা থাকলেও সোমবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টার অাগেই মানববন্ধনে দাঁড়িয়ে যান নেতাকর্মীরা। এর আগে সকাল সাড়ে ৯টা থেকেই আসতে শুরু করেন বিএনপি ও দলের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে ১১টায় মানববন্ধন আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
মানববন্ধনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে দলের সিনিয়র নেতারা অংশগ্রহণ করেছেন।