আগামীকালের পূর্বঘোষিত অনশন কর্মসূচির অনুমতির জন্য ডিএমপি কমিশনার কার্যালয়ে গেছেন বিএনপির একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় এই প্রতিনিধি দলটি ডিএমপি কার্যালয়ে যান। এ রিপোর্ট লিখা পর্যন্ত (সকাল পৌনে ১১টা) তারা ডিএমপিতেই অবস্থান করছেন।
প্রতিনিধি রয়েছেন সাবেক বিরোধীদলীয় চিফ হুইফ ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, আরেক উপদেষ্টা ঢাকার সাবেক ডেপুটি মেয়র আব্দুস সালাম ও সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ।
বিষয়টি ব্রেকিংনিউজকে নিশ্চিত করেছেন প্রতিনিধি দলে থাকা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ।
দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবি এবং কারাগারে আদালত স্থাপনের প্রতিবাদে ১২ সেপ্টেম্বর দুই ঘণ্টার প্রতীকী অনশন পালন করবে দলটি। ঢাকায় রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গন অথবা গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত প্রতীকী অনশনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে বিএনপি।