বিভিন্ন সময় নানা কারণে জাতিসংঘসহ বিভিন্ন বিদেশি সংস্থার কাছে বিএনপি যে অবিরাম নালিশ কর আসছে তাতে বিরক্ত হয়ে জাতিসংঘ বিএনপিকে ডেকেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় সড়ক পরিবহনের নবনির্মিত ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপিকে জাতিসংঘ ডেকেছে তাতে সরকারের কি? এখানে সরকার কিংবা আওয়ামী লীগের কোনো আপত্তি নেই। জনগণই আমাদের শক্তি। জাতিসংঘ বিএনপিকে ডাকতে পারে, কথা বলতে পারে কিন্তু আমাদের সিদ্ধান্ত আমরাই নিব। তারা জাতিসংঘসহ বিভিন্ন বিদেশি সংস্থার কাছে অবিরাম নালিশ করেছে তার কারণে জাতিসংঘ ডেকেছে।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আগামী নির্বাচনকে সামনে রেখে কোনো আন্দোলনের কাছেই সরকার মাথা নত করবে না। পরিষ্কারভাবে বলতে চাই নির্বাচন হবে পবিত্র সংবিধান অনুযায়ী।’