ভালো চাইলে নির্দলীয় সরকার গঠন করুন: প্রধানমন্ত্রীকে রব

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সব দলের সঙ্গে আলোচনা করে নির্দলীয় সরকার গঠন করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন জাসদ সভাপতি ও জাতীয় ঐক্যের নেতা আ স ম আব্দুর রব। তিনি বলেন, আপনার ভালো চাই বলেই বলছি, ৯ বছর চালিয়েছেন এখন সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন।

রবিবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ বাম ফ্রন্টের (মার্কসবাদী)উদ্যোগে ‘নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও নাগরিক ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে রব বলেছেন, আগামী নির্বাচনে নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন করুন। জোর করে ক্ষমতা দখল করবেন না, তাহলে দেখবেন আপনার অধীনে নির্বাচনে অংশ নেয়ার মত কোনও প্রার্থীই পাবেন না।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীকে বলব আপনি শুধু পদত্যাগ করেই দেখুন, আপনার চারপাশে যে সাংগু-পাংগু আছে তাদের খুঁজে পাবেন না। বঙ্গবন্ধুও পায়নি, আপনিও পাবেন না।’

তিনি আরও বলেন, ‘আপনি আমার প্রতিদ্বন্দ্বি হতে পারেন কিন্তু আমিও আপনার ক্ষতি বা মৃত্যুক চাই না। ভালো চাই বলেই বলছি, ৯ বছর চালিয়েছেন এখন সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করেন। সব দলের সাথে আলোচনা করে নির্দলীয় সরকার গঠন করুন।কারণ আপনাকে চলে যেতে হবে।’

ইভিএম দিয়ে আগামিতে কোনও নির্বাচন হবে না মন্তব্য করে তিনি বলেন, ‘আইন পাস না হওয়ার আগেই ইভিএমের জন্য ৪ হাজার কোটি টাকা বাজেট করেছেন। আসলে এই টাকা ভাগাভাগী করে খাওয়ার জন্য বাজেট করা হয়েছে।’

জাতীয় ঐক্যর মাধ্যমে আন্দোলন করে এই সরকারের পতন করা হবে বলেও তিনি মন্তব্য করেন।

কমরেড ডাক্তার এম এ সামাদের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন সাবেক এমপি অধ্যাপক হুমায়ুন কবির ইনু প্রমুখ।