কালকিনিতে ‘শেখ লুৎফর রহমান সেতু’ উদ্বোধন করলেন শেখ হাসিনা
বি.এম.হানিফ, কালকিনি প্রতিনিধিঃ মাদারীপুর জেলার কালকিনি উপজেলাকে দুইভাগে বিভক্তকারী আড়িয়াল খা নদের উপর ৬৮৬.৭৫ মিটার দীর্ঘ “শেখ লুৎফর রহমান সেতু” উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বৃহস্পতিবার সকালে কালকিনি উপজেলার আধুনিক অডিটোরিয়াম হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সেতুর শুভ উদ্বোধন করেন তিনি।
এ সময় মাদারীপুর জেলার জেলা প্রশাসক অহিদুল ইসলামের পরিচালনায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর সাথে সরাসরি কথা বলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সম্পাদক কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম এমপি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা তাহমিনা সিদ্দিকী।
কালকিনি, ডাসার, সাহেবরামপুরের মানুষের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাদারীপুর ৩ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন,
“এক সময় পিছিয়ে পড়া এ উপজেলা এখন অনেক উন্নত হয়েছে। আপনি প্রধানমন্ত্রী থাকার কল্যাণে শেখ লুৎফুর রহমান সেতু আজ উদ্বোধন করলেন এবং এর ফলে কালকিনির সাথে মাদারীপুরের দূরত্ব ২০ কিলোমিটার কমে গেল। কালকিনিকে দুই ভাগে বিভক্ত করেছে আড়িয়াল খাঁ নদ। এ দুই অংশকে সংযোগ করেছে এই সেতু। কালকিনি বাসীর উন্নয়নে আপনার নেক দৃষ্টি থাকায় আপনাকে শুভেচ্ছা।”
এ সময় অডিটোরিয়ামে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, সাংগঠনিক সম্পাদক নাইরুল ইসলাম দুলাল চৌধুরী, জেলা পুলিশ সুপার সুব্রত হালদার,উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহিন, পৌরসভার মেয়র এনায়েত হোসেন, উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম, ভাই’স চেয়ারম্যান কাজী মাহামুদুল হাসান দোদুল, কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের অধ্যক্ষ, শেখ হাসিনা উইমেনস কলেজের অধ্যক্ষ জাকিয়া সুলতানা, উপজেলা প্রকৌশলী এস.এম.ইয়াফি, কৃষি অফিসার শিমুল বিশ্বাস, থানা অফিসার ইনচার্জ কৃপা সিন্ধু বালা, মাধ্যমিক শিক্ষা অফিসার মাহাবুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার শহিদুল, বাশগাড়ি ইউ’পি চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান সুমন প্রমুখ।