আগামী দিনের কর্মসূচি নির্ধারণে বৈঠক বসছে নয়া জোট জাতীয় ঐক্যফ্রন্ট। মঙ্গলবার (১৬ অক্টোবর) দুপুর ১২টায় রাজধানীর উত্তরায় জেএসডির সভাপতি আ স ম আবদুর রবের বাসায় এই বৈঠক অনুষ্ঠিত হবে।
বিএনপি, জাতীয় ঐক্যপ্রক্রিয়া, জেএসডি ও নাগরিক ঐক্যের সমন্বয়ে নবগঠিত এই জোটের এটিই হবে প্রথম বৈঠক।
জাতীয় ঐক্য প্রক্রিয়ার অ্যাডভোকেট সুব্রত চৌধুরী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
বৈঠকে আসম আব্দুর রব, মাহমুদুর রহমান মান্না, সুব্রত চৌধুরী, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেনসহ জোটভুক্ত দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকতে পারেন।
জোটের শীর্ষ এক নেতা জানান, মঙ্গলবার বৈঠকে মূল এজেন্ডা থাকবে আগামী দিনের কর্মসূচি চূড়ান্ত করা। যদিও গত ৮ অক্টোবর রাতে রবের বাসায় বৈঠকে কর্মসূচির একটি খসড়া তৈরি করা হয়েছিল। সেটার ওপর আলোচনা করে কর্মসূচি চূড়ান্ত করা হবে।
ঢাকার পাশাপাশি জেলা শহরগুলোতেও জাতীয় ঐক্যফ্রন্টের কর্মসূচি দেওয়ার চিন্তা রয়েছে বলেও জানান তিনি।