আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মন্ত্রিসভার সদস্য কয়জন বা আকার কেমন হবে সে বিষয়ে আগামী ২৬ অক্টোবর সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার (২৩ অক্টোবর) সকালে সচিবালয়ে নিজ কার্যালয়েল সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন ক্ষমতাসীন দলের এই সাধারণ সম্পাদক।
ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচনকালীন মন্ত্রিসভার আকার নিয়ে ২৬ অক্টোবর সিদ্ধান্ত নেওয়া হবে। আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটি, উপদেষ্টা কমিটি ও পার্লামেন্টারি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হবে।’
গতকাল গণভবনে সংবাদ সম্মলনে নির্বাচনকালীন সরকারের সময়ে বর্তমান মন্ত্রিসভা বহাল রাখার ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ইঙ্গিত দিয়েছেন সে ব্যাপারে ওবায়দুল কাদের জানান, ‘মন্ত্রিসভা ছোট হওয়ার সম্ভাবনা কম। সাইজ ছোট হলেও দু’একজন যুক্ত হতে পারে, বিদ্যমান থাকলেও দু’একজন যুক্ত হতে পারে বলে আমার ধারনা।’