‘ঐক্য ফ্রন্টের নেতা ড. কামাল হোসেনের নিরপেক্ষ সরকার’ প্রস্তাব প্রসঙ্গে জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু পাল্টা প্রশ্ন ছুড়ে বলেছেন, রাজবন্দির সঙ্গা কি, রাজবন্দির তালিকা কিভাবে তৈরী করবেন এবং তাতে কাদের কাদের নাম থাকবে, রাজনৈতিক মামলার সঙ্গা কি, নিরপেক্ষ ও নির্দলীয় ব্যক্তি খুঁজে বের করার প্রক্রিয়া কি এবং সংবিধানের কোন জায়গায় নির্দলীয় নিরপেক্ষ ব্যক্তিকে প্রধানমন্ত্রী বানানোর বিধান আছে আর সশস্ত্র বাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়ার নিয়ম কি আইনের শাসন এবং গণতন্ত্রের সাঙ্গে যায়, নল যার হাতে তার কাছে কি বিচারিক ক্ষমতা দেয়া যায়। এই ৫টি প্রশ্ন আমি ড. কামাল হোসেনের কাছে উত্থাপন করছি। আশাকরি সদুত্তরের মধ্য দিয়ে অনেক বিভ্রান্তি দূর হবে এবং ঘটনাটি পরিস্কার হবে।
শনিবার (০৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়ার ভেড়ামারায় জেল হত্যা দিবসে জাতীয় ৪ নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে ‘নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে আমরা নির্বাচনে যাব’ ঐক্যফন্টের নেতা ড. কামাল হোসেনের এমন মন্তব্যের জবাবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘বাংলাদেশে এই মুহুর্তে আইনগতভাবে সাংবিধানিকভাবে নিবন্ধিত কোনো দলের নির্বাচনে অংশগ্রহণে বাধা নেই। সুতরাং নির্বাচন ব্যর্থ হবে এটা আমি মনে করিনা। এটা আলোচনা মধ্য দিয়ে একটি নিস্পত্তির জায়গায় যাব এবং অনেক বিভ্রান্তি দূর হবে। সেই সাথে আলোচনার মধ্য দিয়ে অনাস্থা অবিচার দূর হবে।’
এ সময় উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ, নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রিনা, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল আলিম স্বপন, ভেড়ামারা উপজেলা জাসদের সভাপতি এমদাদুল ইসলাম আতা, সাধারণ সম্পাদক এস, এম আনছার আলী, জাসদ নেতা বশির উদ্দিন বাচ্চু, পৌর জাসদের সাধারণ সম্পাদক আবু হেনা মোহাম্মদ মোস্তফা বকুল প্রমুখ।