পূর্ব-নির্ধারিত সময় অনুযায়ী আগামী ৮ তারিখেই জাতীয় নির্বাচনের তফসিল চায় বিকল্পধারার সভাপতি এ কিউএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন জোট যুক্তফ্রন্ট।
মঙ্গলবার (৬ নভেম্বর) নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপ পরবর্তী ব্রিফিংয়ে বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান এ কথা বলেন।
তিনি বলেন, ‘আমরা ৮ তারিখেই তফসিল চাই। অকারণে তফসিল পেছানো হলে নির্বাচন নিয়ে সংশয় দেখা দেবে। আমাদের অতীত অভিজ্ঞতা ভালো না। ২০০৬ সালের অভিজ্ঞতা আমরা দেখেছি। তফসিল পেছানো হলে নানা ধরনের অপশক্তি সুযোগ পাবে।’
নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপ বিষয়ে তিনি বলেন, ‘নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমরা সেনা মোতায়েন চাই। অনিয়ম হলে সেনাবাহিনী যে কাউকে যাতে আইনের আওতায় আনতে পারে সেই ক্ষমতা দিতে হবে।’
‘এছাড়া আমরা ইভিএম ব্যবহার না করার বিষয়ে মত দিয়েছি’ বলেন আবদুল মান্নান।