আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠেয় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জাতীয় পার্টির মনোনয়ন ফরম বিতরণের কার্যক্রমের উদ্বোধন করেছেন দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
নিজের জন্য ফরম নিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। রবিবার (১১ নভেম্বর) সকালে রাজধানীর গুলশান-১ নম্বরে ইমানুয়েলস মিলনায়তনে এ কার্যক্রমের উদ্বোধন করেন এরশাদ।
এদিকে, দলীয় প্রধানের পরপরই মনোনয়ন ফরম গ্রহণ করেন দলের সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারসহ দলের সিনিয়র নেতারা।
আগামী ১২ ও ১৩ নভেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ করবে জাতীয় পার্টি। ১৪ নভেম্বর থেকে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিবেন দলের চেয়ারম্যান।
উল্লেখ্য,ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ১৯ নভেম্বর পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ২২ নভেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ নভেম্বর। আগামী ২৩ ডিসেম্বর (রোববার) একাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।